চলুন PDF ফাইল এর একটা কাজ দেখি।

চলুন PDF ফাইল এর একটা কাজ দেখি।

চলুন PDF ফাইল এর একটা কাজ দেখি।

আশা করি সবাই ভালো আছেন, আমরা প্রায় সবাই কম বেশি PDF ফাইল এর সাতে জরিত, অনেক কাজ PDF ফাইল এর সাহাজ্জে করতে হই এবং সেখানে জলছাপ দেবার প্রয়োজন হয়। (আসলে এই িষয় টা  হয়ত অনেকেই জানেন, তারপরেও নতুন দের জন্য পোষ্ট করলাম)

এবার কাজের কথাই আসি, প্রথমে আপনাকে (800 kb) এর  Pdf Watermark নামের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এখন সফটওয়্যার টি তে প্রবেশ করুন এবং open এ ক্লিক করে আপনার pdf ফাইল টি খুলুন। এবার নিচে Text to stamp watermark এ অপশনে গিয়ে আপনার জলছাপ হিসাবে যা লিকতে চান টা লেখুন।

এখানে আপনার ইচ্ছা মতো ফন্ট, কালার পরিবর্তন করতে পারবেন।